শালিশী প্রত্যয়ন
এই মর্মে শালিশী প্রত্যয়ন করা যাইতেছে যে, আমার এলাকাধীন মোঃ আঃ রশিদ, পিতাঃ মৃত হযরত আলী, সাং- পোড়াবাড়ী দুরাধীপাড়া, ডাকঘরঃ রানীগঞ্জ, উপজেলাঃ ত্রিশাল, জেলাঃ ময়মনসিংহ-এ বিবাদী আঃ রহিম, পিতাঃ লাল মিয়া, সাং- খাগাটিপাড়া, ডাকঘরঃ ঈদগাহ, উপজেলাঃ ত্রিশাল, জেলাঃ ময়মনসিংহ- এর বিরোদ্ধে পাংগাস মাছ বিক্রির বাকী ৪,১১,০০০/= (চার লক্ষ এগার হাজার) টাকা উদ্ধারের জন্য লিখিত দরখাসেত্মর মাধ্যমে বিচার প্রার্থী হইলে আমি বিগত ১০/১০/২০১৩ ইং তারিখ নোটিশ মারফত বিবাদীকে আমার কার্যালয়ে তলব করি। ঐ তারিখে বিবাদী কোন পদক্ষেপ ছাড়ায় গড় হাজির। অতপর ০২/১১/২০১৩ ইং তারিখে পূর্ণঃ নোটিশ মারফত তলব করি। এ তারিখেও পূর্বের ন্যায় গড় হাজির। সর্বশেষ ০৯/১১/২০১৩ ইং তারিখে নোটিশ করিলে ঐ দিনও বিবাদীর কোন উপস্থিতি না পেয়ে বাদী পক্ষেরর স্বাক্ষী ও এলাকার আরও অনেক স্বাক্ষী প্রমাণ গ্রহণামেত্ম ও সার্বিক পর্যালোচনায় ইহাই প্রতিয়মান হয় যে, বিবাদী প্রকৃতি পক্ষই বাদীর মাছ বিক্রির ৪,১১,০০০/= (চার লক্ষ এগার হাজার) টাকা আত্মাসাৎ করিয়াছে।
অত্র প্রতিবেদন যে কোন শালিশ দরবার ও আইন আদালতে ব্যবহারের জন্য প্রদান করা হইল।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS